ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
গাজীপুরের টঙ্গীতে অস্ত্র সহ ২৮ ছিনতাইকারী আটক

গাজীপুরের টঙ্গীতে অস্ত্র সহ ২৮ ছিনতাইকারী আটক

 

টঙ্গী প্রতিনিধি

 গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৮জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার বিকেলে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- আমিনুল ইসলাম, মাইন উদ্দিন সোহেল, হিরা মিয়া, শাহজাহান, রাজু মিয়া, সোহাগ মিয়া, মিন্টু, মেহেদী হাসান হৃদয়, আনাস, লাভলু মিয়া, আয়নাল, মাহবুব, চন্দন রায়, মাইনুল ইসলাম, জহিরুল ইসলাম, রোমান , ফরহাদ, মিজান, মো. রাজিব, আলমগীর হোসেন, আবিদ ইসলাম, নুর হাসান আবির, হক মিয়া, ফজলে রাব্বি, আজমল, সামিদুল ইসলাম, রাজু আহমেদ ও জিসান।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরার মাসকো গার্মেন্টের সামনে একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাইনিজ চাকু, ১টি চাপাতি ও ১টি দা উদ্ধার করা হয়। চক্রটি দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় ছিনতাই করে আসছিল।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন