ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতির

মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সফল মেডিকেল সার্জারির জন্য শুভেচ্ছা জানিয়েছে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।

মুর্মু বলেন, আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী দিনগুলোতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং উন্নত কর্মশক্তি কামনা করছি।

শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাফল্য কামনা করে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস গ্রহণ করুন’।

বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিডিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সূত্র : বাসস

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন