
মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের মায়ের ইন্তেকাল
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা রেজিষ্টার রমজান খানের মাতা আছিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। গতকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলস্টেশন সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানা যায়, সর্বস্তরের মানুষ যোগ দেন। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী আলী আজ্জম খান এবং ৫ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য রমজান খানের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি মো: জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা আছিয়া খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।