
মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জন্মসূ্ত্রে মির্জাগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মো. আবু জাফর, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান, পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আহসান উল্লাহ পিন্টু শিকদার প্রমুখ।
উপস্থিত বক্তারা মির্জাগঞ্জের উন্নয়ন-অগ্রগতির স্বার্থে দলমত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর তাগিদ দেন।
তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মির্জাগঞ্জ থেকে অনেকে সরকারের উচ্চ পর্যায়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। অন্যান্য পেশায়ও ভালো করছেন। সেক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে এলাকার জন্য কাজ করা গেলে কোনদিক থেকে দক্ষিণাঞ্চলের এই উপজেলা পিছিয়ে থাকবে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটির ইফতারে এসব কথা বলেন বক্তারা।
সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সালাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মাহবুব হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. আবু তালেব ও যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুজ্জামান।