ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিল বুধবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, এসিআই গ্রুপের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার, সুবিদখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্টুডেন্টস’ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আবু তালেব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান সরোয়ার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. মাহমুদুল হাসান সবুজ, সহকারী সিনিয়র সচিব মো. মোশারেফ হোসেন মিলু, ডা. তানজীমুল ইসলাম, চিত্রনায়ক ইভান সাইর, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা প্রমুখ।

এ ছাড়াও সংগঠনের বর্তমান, সাবেক কমিটির সদস্যরা ও ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মির্জাগঞ্জের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এলাকার সমস্যা ও উন্নয়ন, অগ্রগতিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি ডাঃ মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজিদুর রহমান সৈকতের সঞ্চালনায় বিকেল ৫টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে ইফতার বিতরনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন