ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
মিরপুরে মধ্যরাতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭

মিরপুরে মধ্যরাতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাড়ীর মালিক রফিকুল ইসলাম সংবাদদাতাকে বলেন, ছয় তলা বাড়ীর নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু নওশীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সংবাদদাতাকে বলেন, মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন