ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
মাটিরাঙ্গায় তিনটি ও এম এস ডিলার পয়েন্টের বিতরণ কার্যক্রম উদ্বোধন

মাটিরাঙ্গায় তিনটি ও এম এস ডিলার পয়েন্টের বিতরণ কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

শেখ হাসিনার বাংলাদেশ দেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বল্প আয়ের মানুষের জন‍্য ও এম এস ডিলার পয়েন্টগুলোতে সরকার কর্তৃক নির্ধারিত ৩০ টাকা কেজি মুল‍্যের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার তিনটি ডিলার পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে প্রতি পরিবারের প্রধান মাথাপিছু ৫ কেজি করে এ সব ডিলার পয়েন্ট থেকে চাল ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন তদারকি কর্মকর্তা ।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে ডিলার মোঃ মনির হোসন, মোঃ আবুল কালাম আলম ও মোঃ অহিদুল ইসলামসহ ট‍্যগ অফিসার গন উপস্থিত ছিলেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন