মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার উপকূলীয় এলাকায় মাছ ধরার এক নৌকার সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত দু’জন নিখোঁজ হয়েছেন বলে শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গোয়া উপকূলের কাছে জেলেদের মাছ ধরার নৌকার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এতে নৌকার ১৩ ক্রুর মধ্যে দু’জন পানিতে পড়ে গেছেন।
দেশটির কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার পরপরই ভারতীয় নৌবাহিনীর সদস্যরা ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে গোয়া উপকূলে নৌবাহিনীর ছয়টি জাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে। নৌকার ১১ ক্রুকে উদ্ধার করা হলেও এখনও দু’জন নিখোঁজ রয়েছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে স্কোর্পেন ধাঁচের একটি সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামের একটি নৌযানের সংঘর্ষ হয়েছে।
‘‘এই ঘটনায় নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের (এমআরসিসি) সাথে সমন্বয় করে উপকূলে তল্লাশি চালানো হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার জন্য উপকূলরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য সরঞ্জাম ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।’’
তবে কী কারণে উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।