ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
মাইলস্টোন শিক্ষার্থী জারিফও চলে গেল, মৃত্যু বেড়ে ৩৪

মাইলস্টোন শিক্ষার্থী জারিফও চলে গেল, মৃত্যু বেড়ে ৩৪

নিজস্ব প্রতিনিধি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ১৩ বছর বয়সী জারিফ ফারহান মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে জারিফ আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন শুক্রবার বিকালে জানিয়েছিলেন, চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কাজনক’। পরদিন সকালেই হাসপাতালটির তরফে এক শিক্ষার্থীর মৃত্যুর কথা জানানো হল।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৪ জনের।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৪৯ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন