ডার্ক মোড
Monday, 31 March 2025
ePaper   
Logo
ভিজিএফ বিতরণে অনিয়ম রিজার্ভ রাখলেন ইউএনও

ভিজিএফ বিতরণে অনিয়ম রিজার্ভ রাখলেন ইউএনও

 
 
ফয়সাল হক চিলমারী(কুড়িগ্রাম)
 
কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৬ ইউনিয়নের বরাদ্দ কেটে সাড়ে ৩ হাজার নাম রিজার্ভ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তির নামে বরাদ্দ দেন ইউএনও। এ নিয়ে সচেতন মহলের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে। 
 
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ভিজিএফ কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র,অসহায় ও দুঃস্থ্য পরিবারের জন্য পরিবার প্রতি ১০কেজি করে চাল হিসেবে মোট ৩০হাজার ৩১০পরিবারের জন্য উপজেলায় ৩০৩.১০০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়।যা স্থানীয় খাদ্য গুদামের মজুদ থেকে ব্যয় করবেন ভিজিএফ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। এলক্ষে গত ১৩মার্চ ২০২৫তার স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায় উপজেলার ৬টি ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে বিভাজনকৃত বরাদ্দ থেকে ৩হাজার ৪৪৫টি পরিবারের জন্য ৩৪.৪৫০মে.টন চাল রিজার্ভ রাখা হয়েছে।অতিদরিদ্রদের ভিজিএফ এর চাল রিজার্ভ রাখার বিষয়টি নিয়ে কথা হলে পরবর্তীতে রিজার্ভ কথাটি বাতিল করে ৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও বাকি ৩টি ইউনিয়নের  প্রশাসনকি কর্মকর্তার নামে ডিও প্রদান করা হয়। এবং রিজার্ভকৃত নামের সমপরিমান তালিকায় ফাকা রাখতে নির্দেশ দেয়া হয় তাদের।
 
অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট বরাদ্দের সাথে কথিত রিজার্ভ নাম সমূহ ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীর তালিকায় ফাঁকা রাখার জন্য নির্দেশ দেন ইউএনও।সে অনুযায়ী বিতরণ শুরু হলে,রিজার্ভে থাকা নামসমূহ ভিজিএফ প্রাপ্য যোগ্যতা বিবেচনা না করে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রভাবশালীদের নামে বিতরণের জন্য তালিকা প্রেরণ করে পিআইওর দপ্তর। 
 
থানাহাট ইউপি প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, থানাহাট ইউনিয়নের ৯হাজার১৫৯ পরিবারের জন্য চাল প্রাপ্যতা থাকলেও উপজেলা প্রশাসন থেকে ৭হাজার ৮১৪টি পরিবারের বরাদ্দ দেয়া হয়েছে। বাকি ১হাজার৩৪৫টি নামের তালিকা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির নামে বিতরণের জন্য বলা হয়েছে। ইতোমধ্যে ৬টি ওয়ার্ডের চাল বিতরণ করা হয়েছে বাকি ৩টি সহ রিজার্ভের চাল আগামীকাল বিতরণ করা হবে।
 
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, আমার ইউনিয়নের বরাদ্দ থেকে রাখা রিজার্ভের ৪৫০নামের জন্য ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র,জামায়াত,স্বেচ্ছাসেবক দল ও মহিলা বিএনপি নেত্রী রোজীর নামের তালিকা প্রেরণ করা হয়েছে।
 
একই কথা জানিয়ে রিজার্ভের ৪০০ নাম রাজনৈতিক দল ও ব্যক্তির নামে বিতরণের জন্য তালিকাসহ মৌখিক আদেশ পেয়েছেন বলে জানান রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী আলম।
 
নয়ারহাট ইউপি সদস্য ছাত্তার আলী জানান, ইউপি সচিবের নামে ডিও হয়েছে তিনি সবকিছু জানেন,তবে শুনেছি ৫টি ওয়ার্ড ও রিজার্ভের চাল আগামীকাল বিতরণ করবেন। অন্যান্য ইউনিয়নের ক্ষেত্রেও একই আদেশ ছিল বলে জানা গেছে।
 
সরেজমিন ঘুরে ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম পরিলক্ষিত হয়। সুবিধাভোগীর তালিকার সাথে চাল গ্রহীতার নামের মিল নাই,এক ব্যক্তি হাতে ১৫-২০টি পর্যন্ত স্লিপ দেখা গেছে। তালিকায় একই পরিবারের একাধীক নামও থাকার অভিযোগ আছে।নামের সাথে এনআইডির নম্বরেরও মিল নাই।
 
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান,ভিজিএফ তালিকায় রিজার্ভ সম্পর্কে আমার জানা নাই। ডিও অনুযায়ী চাল সরবরাহ করা হয়েছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, আমার কাছে নির্দিষ্ট কিছু তালিকা ছিল যা স্ব-স্ব ইউনিয়ন পরিষদে পাঠিয়েছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ বিবেচনা করে ব্যবস্থা নেবেন। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন