ডার্ক মোড
Saturday, 28 September 2024
ePaper   
Logo
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। ভারতের রাজধানী দিল্লীতে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী এ নেতার বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি বলে আখ্যা দিয়েছে জামায়াত।

রোববার বিবৃতিতে এসব কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নির্বাচনী সমাবেশে কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত অমিত শাহ বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার।’

এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেছেন, অমিত শাহ’র বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। এ বক্তব্যের প্রতিবাদ করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম চায় জামায়াত

পৃথক বিবৃতিতে গোলাম পরওয়ার জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুজন বিশিষ্ট আলেম অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিগত ইসলাম বিদ্বেষী সরকার প্রায় ১৭ বছরের শাসনামলে নানা অসঙ্গতিসহ ইসলামী তাহযিব-তমদ্দুন বিরোধী অনেক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, যা শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন