ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
ভারতকে শর্ত দিলেন ইমরান খান

ভারতকে শর্ত দিলেন ইমরান খান

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য নয়াদিল্লিকে কাশ্মীরের স্বায়ত্বশাসন পুনর্বহালের পরিকল্পনা নিতে হবে জানিয়ে শর্তজুড়ে দিয়েছেন তিনি। শুক্রবার সরকারি বাসভবনে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান।

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার। এ ঘটনার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটে।


এখন নতুন করে আলোচনা শুরুর আগে কাশ্মীর ইস্যুতে ভারতকে রোডম্যাপ করতে হবে। তাহলেই আলোচনায় বসতে প্রস্তুত ইসলামাবাদ। বিশেষ মর্যাদা বাতিলকে জাতিসংঘের ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী। যদিও তার প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেখায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সাথে সম্পর্কের অবনতি নিয়ে রয়টার্সের প্রশ্নের উত্তরে ইরমান খান বলেন, ‘পাকিস্তান সব সময় ভারতের সঙ্গে সভ্য এবং উন্মুক্ত সম্পর্ক চায়। আপনি যদি উপমহাদেশের উন্নয়ন চান তবে বাণিজ্য হতে পারে একে অপরের জন্য সবচেয়ে ভালো উপায়। এ ক্ষেত্রে ইউরোপ ভালো উদাহরণ হতে পারে’।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, ‘কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে ভারত নিজেদের সীমা অতিক্রম করেছে। এজন্য আমাদের সঙ্গে আলোচনা ফিরতে হলে অবশ্যই কাশ্মীর বিষয়ে পূর্বের অবস্থানে যেতে হবে’।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে রাজ্যের ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করার পর থেকে প্রতিবেশি দেশ দুটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতসহ বিশ্বজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হয়। ভারতে আন্দোলনকারীদের দমন করতে বিপুল সংখ্যাক নিরাপত্তা সদস্য মোতায়েন করে নয়াদিল্লি। সেসময় সংঘর্ষে প্রাণ হারান শতাধিক মানুষ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন