ডার্ক মোড
Wednesday, 01 October 2025
ePaper   
Logo
বেতাগী হাইস্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বেতাগী হাইস্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি

বেতাগী হাইস্কুল এলামনাই এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বেতাগী হাইস্কুলের '৬৯ ব্যাচের ছাত্র মো: আবদুস শুকুর।

বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বেতাগী হাইস্কুলের সাবেক ছাত্র মেজর নাজমুল আহসান রিন্টু( অবঃ), '৬৯ ব্যাচের সৈয়দ আবদুল আজিজ, '৭৩ ব্যাচের ছাত্র ও লেখক আহমেদ সোবহান, ওয়াজেদ কামাল,'বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাবেক সাংসদ ও প্রাইম ইউনিভার্সিটির প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান খোকন, সংগঠনের সদস্য সচিব গোলাম সরোয়ার, অধ্যাপক মজিবুর রহমান, মিজানুর রহমান খোকন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

প্রানবন্ত অনুষ্ঠানে সাবেক সাংসদ অধ্যাপক আবদুর রহমান এর প্রস্তাবনার আলোকে বিশিষ্ট সংগঠক আহমেদ সোবহান ও মো: জিয়াউল কবির দুলু'র সার্বিক আলোচনার ভিওিতে সভায় সর্বসম্মতিক্রমে আগামী মাসে কলেবর বাড়িয়ে ঢাকায় আরেকটি সভা আয়োজন করে এবং ঐ সভার সিদ্ধান্তক্রমে বেতাগী হাইস্কুলে নভেম্বর / ডিসেম্বর মাসে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হয় এবং আগামী মাসে অনুষ্ঠিতব্য সভায় একটি গঠনতন্ত্র প্রনয়ন উপকমিটি গঠন করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম বেতাগী হাইস্কুল এলামনাই এসোসিয়েশন রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইতিপূর্বে গঠিত আহবায়ক কমিটি বহাল রেখে উপস্থিত সকলকে এই আহবায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেয়া হয়।

এই কমিটি আরও সদস্য রেজিষ্ট্রেশন করে শতাধিক প্রাক্তন ছাএের উপস্থিতিতে সংগঠনের ভিওি আরও মজবুত করে অক্টোবর মাসের মধ্যেই ঢাকায় সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে বেগবান করার আহবান জানান।

উল্লেখ্য, বরগুনা জেলার বেতাগী বেতাগী হাইস্কুল দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী ছাত্র- ছাত্রী দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন