ডার্ক মোড
Wednesday, 01 October 2025
ePaper   
Logo
বরগুনায় জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরগুনায় জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 
 
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
 
আসরের নামাজের আগে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা এক সমাবেশের আয়োজন করে। নামাজ শেষে সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একই সময়ে প্রেসক্লাব চত্বরে জামায়াতে ইসলামী সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করে টাউনহলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের মিছিলে ইসলামি আন্দোলনের মিছিল যুক্ত হয়ে তা জনসমুদ্রে রূপ নেয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল সদরঘাট জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দও এতে যোগ দেন।
 
ইসলামি আন্দোলনের সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী কেওড়কবুনিয়া পীর সাহেব মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ্।  সভাপতিত্ব করেন, জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান। সাধারণ সম্পাদক মাওলানা আ. শাকুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।
 
অন্যদিকে বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত জামায়াতের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আমির ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এসএম আফজলুর রহমান ও জেলা শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রব।
 
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা।
 
এছাড়াও জেলার সকল উপজেলায় এই দ্বাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন