ডার্ক মোড
Sunday, 06 April 2025
ePaper   
Logo
বেতাগীতে শহীদ জিয়া আর্দশ ক্লাবের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বেতাগীতে শহীদ জিয়া আর্দশ ক্লাবের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বেতাগী ( বরগুনা)  প্রতিনিধি 
 
বরগুনার বেতাগীতে শহীদ জিয়া আর্দশ ক্লাব- পাঠাগারের উদ্যোগে এলাকায় মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনার উদ্দেশ্য ওয়াজ মাহফিল  গত ৩ ই এপ্রিল ( বৃহস্পতিবার) বেইলি ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার। আখেরি মোনাজাত পরিচালনা করেন দেশবরেণ্য ইসলামি বক্তা ডা: সিরাজুল ইসলাম ( নওমুসলিম )। আরো উপস্থিত ছিলেন মাওলানা : আবু হানিফ নেছারী, মুফতি আল- আমিন রব্বানী, মাওলানা সোহরাফ হোসেন ছারাও বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরমেয়র মো : শাহজাহান কবির,  উপজেলা বিএনপির যুগ্ম - আহ্বায়ক আবদুস সালাম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা ছাত্রদল  নেতা মাহমুদ মল্লিক, শাহীন খান সহ স্থানীয় ধর্মপ্রাণ সাধারণ মানুষ। সভাপতিত্ব করেন বেইলি ব্রীজ জামে মসজিদের খতিব  মাওলানা হেমায়েত হোসেন, আরজগুজারে ছিলেন শহীদ জিয়া আর্দশ ক্লাব- পাঠাগারের  প্রতষ্ঠাতা ওমর ফারুক। 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন