
বেতাগীতে প্রতিবন্ধী, বিধবা ও অসহায়দের পাশে আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশের উপকূলীয় জনপদ বরিশালের বরগুনার বেতাগীতে সমাজের প্রতিবন্ধী, বিধবা ও মহামারী করোনায় অসহায় গরীব দুস্থদের পাশে দাঁড়িয়েছে লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেড’র পরিচালক মো. হাদিসুর সহমান খান।
শনিবার সকাল সারে এগারটায় পবিত্র রমজান‘২০২১ উপলক্ষে সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে বেতাগী সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় এর সম্মেলন কক্ষে সমাজের ৫০ জন প্রতিবন্ধী, বিধবা ও মহামারী করোনায় অসহায় গরীব দুস্থদের মাঝে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ রফিকুল আমীন, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহ-সভাপতি মো: মহসীন খান, সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, কাউন্সিলর আব্দুর মন্নান, সাংবাদিক আবুল বাসার খান, এমডি রিয়াজ, মোহাম্মদ শাহাদাত হোসেন, কোয়েল সিকদার, মো. সুজন প্রমুখ।