ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
বিরলে সাপের কামড়ে একজনের মৃত্যু

বিরলে সাপের কামড়ে একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরল উপজেলায় সাপের কামড়ে রনজতি চন্দ্র শীল (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বিরল উপজলোর ধামইড় ইউনয়িনরে গোবন্দিপুর গ্রামে উক্ত ঘটনা ঘটে।

মৃত রনজতি একই এলাকার মৃত কালন্দ্রি চন্দ্র শীলের ছেলে।

ধামইড় ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোসলমে উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জমিতে ঘাষ তুলার সময় একটি বিষাক্ত সাপ কামড় দিলে স্থানীয়রা রণজতিকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করনে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন