
বিমানবন্দরের টয়লেটে ৪৬টি স্বর্ণের বার
নিজস্ব প্রতিবেদক
শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ বলেন, অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো দেশে আনা হয়েছিল। এগুলো ওজনে ৫ দশমিক ৩৬ কেজি, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধারের কথা জানানো হয়।
সকাল পৌনে ৯টার দিকে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো বারগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ।
তিনি জানান, বিমানবন্দরে স্বর্ণের চোরাচালান হতে পারে এমন খবরে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের টয়লেটে অভিযান চালান। এ সময় একটি ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বান্ডেল গোল্ডবার উদ্ধার করা হয়।
অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো দেশে আনা হয়েছিল বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, বারগুলো ওজনে ৫ দশমিক ৩৬ কেজি, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।