ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
বিএনপি ও যুবদলের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা,  গ্রেফতার—১

বিএনপি ও যুবদলের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, গ্রেফতার—১

 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিএনপি ও যুদলের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।এ ঘটনায় পুলিশ পৌর বিএনপি্ যুগ্ন আহবায়ক শাহ জামাল মিন্টু আকনকে
গ্রেফতার করেছে।বরগুনা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) ট্রাইবুনালে নির্দেশে
বেতাগী থানা পুলিশ এ মামলা মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এজাহার হিসেবে গ্রহণকরে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে।
বেতাগী পৌরসভার পৌর টেম্পু স্ট্যান্ডের তালিকাভুক্ত ইজারাদার ও বাস স্ট্যান্ডের তৌহিদ স্টোরের স্বত্বাধিকারী মো. খোকন হাওলদার উপজেলা বিএনপি্ যুগ্নআহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউল করিম নেছার খান, পৌর বিএনপি্#৩৯;র যুগ্ন আহবায়ক মো. শাহ জামাল মিন্টু আকন এবং পৌর যুবদলের
যুগ্ন আহ্বায়ক মো. মিন্টু হাওলাদারের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করায় বরগুনা দ্রুত বিচার ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেন।‌ আদালত উক্ত অভিযোগ আমলে
নিয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জকে এ অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বেতাগী থানা পুলিশ মঙ্গলবার (২২ এপ্রিল)
রাতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেন (যার নাম্বার—৭)।মামলার এজাহার সুত্রে জানা যায়, বেতাগী পৌরসভার পৌর টে¤পু স্ট্যান্ডের তালিকাভুক্ত
ইজারাদার ও বাস স্ট্যান্ডের তৌহিদ স্টোরের স্বত্বাধিকারী মো. খোকন হাওলদারের কাছে ৪ মার্চ উক্ত আসামীরা তার দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টে¤পু স্ট্যান্ডের ইজারা বাস্তবায়ন না করার জন্য বাদীকে হুমকী দেন। এ সময়ে আসামীরা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়াই উপজেলা
বিএনপি্#৩৯;র যুগ্ন আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউল করিম নেছার খানের নেতৃত্বে ১৪ এপ্রিল বেতাগী বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে ভূয়া
রশিদ তৈরী করে যানবাহন থেকে অবৈধভাবে পৌর টোল আদায় শুরু করেন।পরে ইজারাদার খোকন হালাদার বেতাগী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী
অফিসারকে অবগত করলে তিনি টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু আসামীরা এ নির্দেশ অমান্য বরে অনৈতিক চাদাঁবাজি অব্যহত রাখলে ইজারাদার খোকন
হাওলাদার আদালতের স্মরনাপন্ন হন। উল্লেখ্য: উপজেলা বিএনপি্র যুগ্ন আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মো. রেজাউল করিম নেছার খানের বিরুদ্ধে টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক দলের কমিটি দেয়ার অভিযোগ এবং বিভিন্ন ব্যক্তির কাছ চাদাঁ
আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ইতোপূর্বে তার বিরুদ্ধে সচেতন নাগরিকের ব্যানারে এলাকাবাসী মানববন্ধন করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মরুিজ্জামান বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করে এ মামলার এজাহারভুক্ত আসামী মিন্টু
আকনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন