
বিএনপি'র অস্থায়ী কার্যালয়ের নামে খাস জমিতে ঘর নির্মাণ
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি'র অস্থায়ী কার্যালয়ের নামে খাস জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফজুলল হক মৃধার বিরুদ্ধে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফজলুল মৃধার অনুসারীদের হাতে লাঞ্চিত হয়েছেন বেশ কয়েকজন প্রবীন বিএনপি নেতা।
জানা যায়, গত ০৯ সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশের খালে সরকারী খাস খতিয়ানের ৬৪৪১ নং দাগে একটি ঘর নির্মান করেন ফজলুল হক ও তার অনুসারীরা। জায়গাটি দখলে নিতে ওই ঘরে ৫ নং ওয়ার্ড বিএনপি'র অস্থায়ী কার্যালয় লেখা একটি সাইবোর্ড ব্যবহার করা হয়। এতে ক্ষোভে ফুঁসে ওঠে বিএনপি'র নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।
এ বিষয়ে বিএনপি নেতা ফজলুল হক মৃধা বলেন, খাস জমিতে নয়, কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তিনামা করে ঘরটি তোলা হয়েছে।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ঘরটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নিলে ভেঙ্গে দেয়া হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন