
বান্দরবানে হিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত
সোহেল কান্তি নাথ, বান্দরবান,
পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হিল ম্যারাথন ২০২৫ দৌড়প্রতিযোগিতা। বিদেশী দৌড়বিদসহ দেশের বিভিন্ন জেলা থেকে নারী পুরুষ
বিভিন্ন শ্রেণী পেশার নারীসহ ৩শ জন দৌড়বিদ অংশ নেয় এ ম্যারাথনে। পাহাড়ী আঁকা বাঁকা উচু নিচু সড়কের ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে উচ্ছসিত
দৌড়বিদরা।মূলত, যুব ও তরুন সমাজকে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন করতে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হিল ম্যারাথন ২০২৫ । বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্সের উদ্যোগে আয়োজিত ২১ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতায়
অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী পুরুষ ৩০০ জন দৌড়বিদ যারমধ্যে রয়েছে বিদেশী দৌড়বিদও। শনিবার ভোর সাড়ে ৫ টায় স্থানীয় রাজার মাঠ
থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। বান্দরবান সদর উপজেলার সুয়ালক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় ২১ কিলোমিটার হাফ এই হিল ম্যারাথন। ১ ঘন্টা ২২
মিনিটে ২১ কিলোমিটার ম্যারথন সম্পন্ন করে চ্যাম্পিয়ন হন সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। এছাড়াও তিনটি ক্যাটাগরিতে প্রথম ২০ জন
বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সবুজে ঘেরা পাহাড়ী আঁকা বাঁকা উচু নিচু সড়কের এ ম্যারাথন একদিকে যেমন রোমাঞ্চকর তেমনি নিজের শরীরের সুস্থ্যতার জন্য
জরুরী। তাই পাহাড়ে অনুষ্ঠিত এ ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি দৌড়বিদরা।দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরিফুল ইসলাম বলেন, আমি আগেও বেশ
কয়েকবার ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিন্তু হিল এ এই প্রথমবার, ভিন্ন রকম অভিজ্ঞতা। উঁচু নিচু রাস্তা, চারপাশে প্রাকৃতিক মনোরম
পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগতেছে। প্রতিযোগিরা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল।
সুস্থ্য থাকতে চাইলে আমাদের সকলের উচিত প্রতিদিন দৌড়াদৌড়ি করা। এক কথায় দৌড়ের উপর কোন ঔষুধ নাই। এদিকে তরুনদের ক্রীড়ামূখী করতে প্রতিবছর এ ধরনের আয়োজন করার কথা জানায় হিল ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫ এর আহ্বায়ক শহিদুর রহমান সোহেল। তিনি বলেন, বিভিন্ন খারাপ কাজসহ মাদকের দিকে দিন দিন ঝুকছে যুব সমাজ। তাই যুব ও তরুণ সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে ক্রীড়ার কোন বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এবারের প্রতিযোগিতায় ৩শ জন প্রতিযোগির মধ্যে ৮ জন মহিলা, বান্দরবান জেলা থেকে ৫০ জন ও বাকীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে বান্দরবানে অনুষ্ঠিত হয় ভার্টিকাল ড্রিমারসআল্ট্রা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিল নারীসহ ৪
শতাধিক প্রতিযোগী।