
বাউফলে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের চায়না দূয়ারী,কারেন্ট জাল, বেহেন্দী জাল ও চরঘের জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাতে উপজেলা মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তেতুলিয়া নদী থেকে এসব জাল জব্দ করা হয়।পরে জব্দ কৃত জাল পুড়িয়ে ধ্বং'স করা হয়।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতভর অভিযান চালিয়ে তেতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল জব্দ করা হয়।
পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন