ডার্ক মোড
Saturday, 26 April 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পহেলা  বৈশাখ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পহেলা বৈশাখ উদযাপিত


সোহেল কান্তি নাথ, বান্দরবান, :
বান্দরবানে নানা আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত
হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ বরণে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । এসময় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ—গোষ্ঠি ইনিস্টি্রটিউটে এসে শেষ হয়। শোভাযাত্রায়   পাহাড়ি—বাঙালিসহ ১১টি জাতিগোষ্ঠীর নারী—পুরুষেরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়ামে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে—গানে মাতিয়ে তোলেন পাহাড়ি—বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা। এছাড়াও নববর্ষ বরণ উপলক্ষে মারমা, চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা, ত্রিপুরাসহ সকল সম্প্রদায়ের মানুষ নানা ধর্মীয় আচার অনুষ্টানে মেতে উঠেছে পুরো বান্দরবান জেলা জুড়ে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন