
বরিশালে আহসান ফাউন্ডেশন এর চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
বরিশাল আহসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল আহসান হাসানের সাথে বরিশালের ইসমলামী সমমনা সাংবাদিকদের মতবিনিমিয় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর সদররোডস্থ কিংফিশার হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন এবং ইসলামী ব্যক্তিত্ব গাজী মোঃ শাহজাহান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দৈনিক বরিশালের কাগজের বার্তা সম্পাদক নুরুজ্জামান, ডেইলি নিউনেশন’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক প্রথম সকাল’র নির্বাহী সম্পাদক এস এম সাজ্জাদুল হক, দৈনিক ভোরের আকাশের ব্যুরো চিফ মাসুদ রানা, দৈনিক দক্ষিণাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার এম সাইফুল , দৈনিক আজকের বরিশালের যুগ্ম বার্তা সম্পাদক সাজিব, স্টাফ রিপোর্টার এসএম সেলিম, দৈনিক ভোরের দর্পনের নাজমুল সানী, বরিশাল বাণী’র যুগ্ম সম্পাদক ফয়সাল খান, স্টাফ রিপোর্টার একরামুল একরাম, কান্ট্রি টুডে বরিশাল জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম ঢাকা প্রতিদিন এর প্রতিনিধি মাহফুজুল ইসলাম সবুজ,খান ফিরোজ, মুন্সী এনাম, দৈনিক বর্তমান’র ফটো সাংবাদিক পারভেজ সরদার, বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিনিধি জাকিরুল আহসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ।