ডার্ক মোড
Wednesday, 21 May 2025
ePaper   
Logo
বরিশালে অবৈধ ভাবে নির্মাণাধীন ভবন ভাংচুর, দ্রুত বিচার আইনে মামলা

বরিশালে অবৈধ ভাবে নির্মাণাধীন ভবন ভাংচুর, দ্রুত বিচার আইনে মামলা

 

মাসুদ রানা, বরিশাল, ব্যুরো
মঙ্গলবার (২০ মে ) বিউটি সুপার মার্কেটের অংশীদার মো: রাকিব মল্লিক বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং ১২/২৫ (কোতোয়ালি)। 
 
 
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
 
 
মামলা সূত্রে জানা যায়, বিউটি সুপার মার্কেটের নির্মানের জন্য অভিযুক্ত সৈয়দ আশিক চৌধুরীর বাবা জুলফিকার আলী চৌধুরীর সাথে ডেভেলপার প্রতিষ্ঠানের চুক্তি পত্র  হয়েছে। কিন্তু জমির মালিক ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তার ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও তার মেয়ে কামরুন্নাহার চৌধুরীর নামে দানপত্র দলিল দেন।
 
 
উক্ত দানপত্র দলিল নিয়ে জমির মালিকানা দাবি করে সৈয়দ আশিক চৌধুরী ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১০ তলা ভবন গত ৯ ও ১০ মে ৩০/৩৫ জন সশস্ত্র ক্যাডার নিয়ে অবৈধ ভাবে ভাংচুর করেন। নির্মাণাধীন মার্কেটের ১ তলা ছাদ ও নিচ তলায় ডেভেলপার প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যান। এতে ডেভেলপার মালিকদের ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।
 
বিবাদী সৈয়দ আশিক চৌধুরী সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৪২৭/৩৮০/৫০৬(২) সহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ২০০২ এর ৪ ও ৫ ধারায় অভিযোগ এনে  মামলা দায়ের হয়েছে।
 
বাদীর আইনজীবী সাইদুর রহমান সোহেল  বলেন, অবৈধ ভাবে বিউটি সুপার মার্কেটের নির্মাণাধীন ভবন ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ এনে সৈয়দ আশিক চৌধুরী বিরুদ্ধে  বিউটি সুপার মার্কেটের ডেভেলপার অংশীদার মো: রাকিব মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন