
বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মনির
বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন নবনির্বাচিত বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির।
মঙ্গলবার (১১ জুন) রাত নয়টার দিকে দ্বিতীয়বারের মতো আবারো নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ সদস্য ও সহযোগী সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, সাবেক সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি সকালের দোয়া ও ভালোবাসায় দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছি। এজন্য আমি বরগুনার মানুষের কাছে চিরঋণী। তবে আমি আমার যায়গা থেকে বিগত দিনের মতো আগামীতেও সর্বোচ্চ পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন এবং বরগুনা সদর উপজেলায় সকল ধরনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।