ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
ফ্যাসিষ্ট সংগঠনের সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে ইউএনও‘র বর্ষবরণ অনুষ্ঠান!

ফ্যাসিষ্ট সংগঠনের সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে ইউএনও‘র বর্ষবরণ অনুষ্ঠান!


বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করায়
বিভিন্ন মহলের বিতর্কে জড়িয়েছে ইউএনও। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের ইউএনও‘র এ
কর্মকান্ডে নানা মহলের প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছেন উপজেলা প্রশাসন আওয়ামী লীগ নেতাকর্মীদের
পুর্নবাসনের চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন। অবশ্য ইওএনও এ দাবি অস্বীকার করে বলেন, তারা কোন দলের কিনা তা তার জানা ছিলোনা।
জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা । বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করেন। বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ, বর্ষবরণে বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বর্ষবরণের এসব সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি
কর্মকর্তা, বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,জামায়াতে ইসলামী, বিভিন্ন সামাজিক— সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক,
সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ছাত্র । উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে বর্ষবরণ উদযাপন ও পরিবেশন করায় উপস্থিত অনেক দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার ও তাদের অধীনস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের মাধ্যমে  বর্ষবরণ অনুষ্ঠানের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত অংশগ্রহণ করেন। নাম প্রকাশে অনেচ্ছুক অনুষ্ঠানে উপস্থিত একাধিক দর্শক অভিযোগ করেন, এ ধরণের জাতীয়  গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের দিয়ে ইউএনও‘র সাংস্কৃতিক অনুষ্ঠান করা ঠিক হয়নি। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুর্নবাসন হতে পারে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার
বলেন,‘বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়া হয়েছে শিল্পী হিসেবে, কোন দল করি সেটা বড় প্রশ্ন নয়।’
জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন,‘বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোটের কিনা বিষয়টি আমার জানা ছিল না।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন