
ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান
মাহবুব পিয়াল,ফরিদপুর
ফরিদপুরের আল- মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় শহরের গোয়ালচামট জেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানে শতাধিক হাজী, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। হজ্জের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্জ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম ।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ফরিদপুরের সহ-সভাপতি আলহাজ্জ হযরত মাওলানা ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে এবং আল- মামুন হজ্জ কাফেলার নিবার্হী পরিচালক মাওলানা মোঃ মামুনার রশিদ এর সঞ্চালনায় অনুষ্টানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, আল- মামুন হজ্জ কাফেলার প্রধান উপদেষ্টা ও দারুল উলুম বাংলাদেশ এর মহাপরিচালক আলহাজ্জ মুফতি আবু বকর সিদ্দিক আদদাঈ , ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি কামরুজ্জামান , ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্লা, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইসমাইল হোসাইন , ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্জ হযরত মাওলানা কবির আহমদ,কাসিমুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস ও শিক্ষা সচিব মুফতি আব্দুল কাইয়্যুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা হজ্জের আধ্যাত্মিক, সামাজিক ও ব্যক্তিগত গুরুত্ব তুলে ধরেন। তারা হজ্জের মাধ্যমে মানুষের জীবনে শৃঙ্খলা, ধৈর্য, এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। হজ্জের অভিজ্ঞতা এবং এর শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নতি সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হাজীগন তাদের হজ্জের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আল- মামুন হজ্জ কাফেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কৃতপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।