ডার্ক মোড
Sunday, 27 July 2025
ePaper   
Logo
নীলফামারীর জলঢাকায় জুলাই পুণর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

নীলফামারীর জলঢাকায় জুলাই পুণর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

 
নীলফামারী সংবাদদাতা 
"জুলাই পুণর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ" এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সমাবেশ।
 
সমাজে সচেতনতা, সমতা, নারী অধিকার ও সামাজিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মূল আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জলঢাকা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এরপর লাখো মানুষের কণ্ঠে একযোগে সমাজ পরিবর্তনের শপথ পাঠ করানো হয়, যার মাধ্যমে দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 
শপথ পাঠ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি তাঁর বক্তব্যে বলেন, "সামাজিক পরিবর্তন আনতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আজকের এই শপথ যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে বক্তারা পুণর্জাগরণ, সামাজিক সহাবস্থান ও উন্নয়নে নারীর অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে পরিবেশনা, আলোচনা ও উন্মুক্ত মতামতের মধ্য দিয়ে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শিত হয় এবং উপস্থিত জনসাধারণকে সমাজ সংস্কারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো
হয়।
 
এ জাতীয় সমাবেশ সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন