ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
প্রেস মিনিস্টার পদে নিযুক্ত হওয়ায় শাবান মাহমুদকে  জয়বাংলা সাংবাদিক মঞ্চের সংবর্ধনা

প্রেস মিনিস্টার পদে নিযুক্ত হওয়ায় শাবান মাহমুদকে জয়বাংলা সাংবাদিক মঞ্চের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক


ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে সাংবাদিক নেতা শাবান মাহমুদ নিয়োগ পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে জয়বাংলা সাংবাদিক মঞ্চ।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মাওয়ালা মুহাম্মদ আকরাম খাঁ হলে এই সংবর্ধনা জানানো হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাহেদ চৌধুরী। এছাড়া জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য্যে সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, ঢাকা সাংবাদিক পরিবার সমবায় সমিতির সহসভাপতি মোশারফ হোসেন ইউসুফ, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সহসভাপতি হেমায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, ইতালিস্থ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা খোন্দকার তারেক রায়হান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান রবিন্দ্র সংগীত শিল্পি বিথি পান্ডে, সংগীত শিল্পি আনিসা বিনতে আব্দুল্লাহ ও সুমি মির্জা ।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিতক ইউনিয়নের মহাসচিব ও নবনিযুক্ত দিল্লি প্রেসক্লাবের প্রেস মিনিস্টার শাবান মাহমুদকে বিদায় সন্মাননার ক্রেস তুলে দেন জয়বাংলা সাংবাদিক মঞ্চের নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন