ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অশুভ শক্তি যেন উন্নয়নের ধারাকে ব্যাহত করতে না পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব ও বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সমবায় সমিতির পরিচালক ও ঐক্য পরিষদের নেতাকর্মীর মধ্যে মনির হোসেন, গোলাপ মিয়া, মো. শাহআলম সরকার, ওসমান গণি, মহিবুল হক, সিয়াম, রবিউল ও জাহাঙ্গীর কবীরসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজত করা হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন