ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
পুঠিয়ায় সুদকারবারিদের কাছে হিন্দু পরিবার জিম্মি

পুঠিয়ায় সুদকারবারিদের কাছে হিন্দু পরিবার জিম্মি

 রকিবুল হাসান রকি, পুঠিয়া (রাজশাহী)

 

রাজশাহী পুঠিয়ায় এক হিন্দু পরিবারকে জিম্মি করে সুদের টাকা আদায়ে করেছে। বর্তমানে ভুক্তভোগি পরিবারটি নিরাপত্তার কারণে বাড়ি থেকে বাহির হতে পারছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রোবরার (১৩ এপ্রিল) উপজেলার জিউপাড়া ইউনিয়নের ম্যাছপাড়া গ্রামের প্রফুল্ল কুমার সরকার একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা। সে বর্তমানে তানোর উপজেলায় কর্মরত রয়েছেন। তার স্ত্রী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। প্রফুল্ল কুমার বলেন,আমার ভাতিজা রতন কুমার সরকার ধোপাপাড়া এলাকায় সুদকারবারি রতনের নিকট তিন বছর আগে ১ লাখ ৮০ হাজার টাকা সুদের ওপর নিয়ে ছিল। ওই টাকা নেওয়ার সময় আমি স্বাক্ষী ছিলাম। সে আরো বলেন, ইতোমধ্যে সুদ বাবদ আমার ভাতিজা রতন এবং রহিমকে ২ লাখ ৩৭ হাজার টাকা দিয়েছেন। ধোপাপাড়া এলাকার স্থানীয় বিএনপির এক নেতা মাধ্যমে ১ লাখ টাকা দিয়ে সবকিছু সমাধানের চুক্তি হয়ে ছিল। যার টাকা জমা দেওয়ার সময় ছিল ১৪ এপ্রিল। তার আগেই আমাকে সৈয়দপুর বাজার হতে অস্ত্রের মুখে জিম্মি করে সুদকারবারি সন্ত্রসাবাহিনী আমাকে উঠায়ে নিয়ে গিয়ে বিভিন্ন রকম নির্যাতন করে। জিম্মিকারিরা হলেন,হায়দার,ট্রলি বাবু, হাফিজ সাইকেল মেকারসহ আরো কয়েকজন। প্রফুল্লর স্ত্রী লিলিমা রানী বলেন,আমার স্বামীকে জিম্মি করার কথা শুনে আমি বিকেল ৪ টায় পুঠিয়া থানায় উপস্থিত হয়। থানা পুলিশের গরিমসি করে আমাকে দুই ঘন্টা থানায় বসায়ে রাখেন। আমি বাধ্য হয়ে রাজশাহী জেলা প্রশাসক মহদয়কে আমার পরিচয় দিয়ে ফোন করে বলি। হয় আমার স্বামী উদ্ধার করে দেন স্যার। না হয় আমি থানায় নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্নহত্যা করব। এরপর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে এসআই মান্নানের উপস্থিতিতে সুদকারবারিরা আমার স্বামীর নিকট হতে দুইটি ফাঁকা ষ্ট্যাম্প ও ব্যাংকের ফাঁকা পাতাসহ একটি মোটরবাইক কেঁড়ে নেই। আমি থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু থানা পুলিশ ৩ দিন অতিবাহিত হওয়ার পরও মোটরবাইকটি তারা উদ্ধার করে দেয়নি এাবং আসামীদের আটক পর্যন্ত করেনি। জিম্মিকারী হয়দার আলি বলেন, আ.লীগের আমলে পুঠিয়া-দুর্গাপুর আসনের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ঘনিষ্ঠ হওয়ার সুবাধে জিউপাড়া ইউনিয়নের সরকারি বিভিন্ন রকম কাজ করে দেওয়ার কথা বলে প্রফুল্ল অনেক মানুষের টাকা আত্নসার করেছে।

 

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, স্থানীয় লোকজন তাকে আটক করে মফ জাষ্টিস করে ছিল। আমরা তাকে উদ্ধার করেছি। মোটরবাইকটি তাদের নিকটে রয়েছে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন