ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
পিরোজপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

পিরোজপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে কচা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মোঃ নয়ন সিকদার ( ২০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা ওমর শেখ (২২) নামের এক জেলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। মৃত নয়ন সিকদার পিরোজপুর সদর উপজেলার কুমির মারা আবাসনের বাবুল সিকদারের ছেলে। এবং নিখোঁজ ওমর শেখ একই এলাকার দুলাল শেখের ছেলে।

বৃহস্পতিবার ( ২২ আগস্ট ) দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলার কচা নদীর বাদামতলার বাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওমর শেখের পিতা মোঃ দুলাল শেখ জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নয়ন সিকদার ও তার ছেলে ওমর শেখ সন্ধ্যা নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিল।এ সময় হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান নয়ন সিকদার। এসময় তার ছেলে ওমর শেখ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

থানা পুলিশ জানায়, বজ্রপাতে কুমির মারা আবাসনে নয়ন সিকদার নামের এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় ওমর শেখ নামের এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের সন্ধানে স্হানীয় জেলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন