ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

 
পিরোজপুর প্রতিনিধি: 
 
পিরোজপুরে চুরি হয়ে যাওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার জুজখোলা এলাকার হিরন মিরবরের ছেলে ইজিবাইক চালক বিপ্লব মিরবর তার ইজিবাইকটি পিরোজপুর এলজিইডি অফিসের সামনে রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ইজিবাইকটি চুরি হয়ে গেছে।
 
বিষয়টি জানার পরপরই পিরোজপুর সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জুজখোলা এলাকা থেকেই চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। একই সময় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মিলন মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়।
 
গ্রেপ্তারকৃত মিলন মোল্লা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. রবিউল ইসলাম।
 
তিনি আরও বলেন, এই চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
 
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন