পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
পাবনা প্রতিনিধি
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরো বেশ কয়েকজন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকুর আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরকার পতনের পর হেমায়েতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি আবুল নেতা হাশেম ও সাবেক ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলী গ্রুপের মধ্যে দ্বন্দ চলমান ছিলো। এরমধ্যে শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জালছা নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়।
সেই সূত্রে ধরে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে দুপুর ১ টার দিকে মৃত্যু ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।