ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
পটুয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে মোসা. মাইশা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঁঠালতলী গ্রামের মো. মামুনের মেয়ে ও কাঠালতলী প্রি-ক্যাডেট একাডেমী প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থাণীয় সূত্রে জানা যায়- উপজেলার কাঠাতলী গ্রামের নিজ পিতার ঘর থেকে বুধবার মাগরিবের নামাজের পরে তাঁর চাচার ঘর থেকে নিজ ঘরে যাওয়ার সময় তার বাম পায়ে কামড় দেয় একটি বিষধর সাপ।

প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন