ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
মুন্সীগঞ্জে যুবককে খুন করে মসজিদের মাইকে ডাকাত ঘোষনা দিয়ে কাধে শর্টগাও দিয়ে ফেলে রাখে দুবৃত্তরা

মুন্সীগঞ্জে যুবককে খুন করে মসজিদের মাইকে ডাকাত ঘোষনা দিয়ে কাধে শর্টগাও দিয়ে ফেলে রাখে দুবৃত্তরা

 

মুন্সীগঞ্জ (দক্ষিন)প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি এলাকা হতে শটগানসহ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাত ২ টার দিকে সদর উপজেলার মাকহাটি তালতলা রাস্তার উপর হতে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সানা মাঝি (৪২) সদর উপজেলার মাকহাটি গ্রামের মৃত মোহাম্মদ মাঝির ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নিহত সানা মাঝিকে তার বর্তমান বাসস্থান ড্যাগ্রাপাড়া এলাকা থেকে নিহতের পরিচিত স্বাধীন নামের একটি ছেলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে নিহতের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৯ টার দিকে মাকহাটি গ্রামের বাবু মাঝির বাড়িতে ডাকাতি হচ্ছে মর্মে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে নিহতকে গণপিটুনী দিয়ে মেরে মধ্য মাকহাটি তালগাছতলা রাস্তার উপর ফেলে রাখে দূর্বত্তরা। এ সময় তার শরীরের সাথেই একনালা একটি শর্টগান ও দইি রাউন্ড কার্তুজ বেধে রাখে। স্থানীয়ভাবে জানা যায়, মধ্য মাকহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সাথে সানা মাঝির পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল। খবর পেয়ে নিহতকে সেখান হতে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নিহতের পরিচিত স্বাধীন নামের ছেলে তাকে ডেকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাত ৯টা হতে ১০ টার মধ্যে নিহতকে মেরে এলাকার মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষনা দিয়ে নিহতের মরদেহ রাস্তার উপর ফেলে যায়। নিহতকে যারা খুণ করেছে তারাই তার মরদেহের সাথে অস্ত্র ও কার্তুজ রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন