
পটুয়াখলীতে মানববন্ধন অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
আওয়ামী স্বৈরাচারের দোসর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে আমার দেশ পাঠকমেলা আয়োজনে উপজেলা প্রতিনিধ আমিনুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন,ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, বাউফল উপজেলার প্রেসক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামিম খান সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাবক্তারা বলেন,আওয়ামী স্বৈরাচারের দোসর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকাশক ও সাংবাদিক সহ ড. মাহমুদুর রহমান বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা করায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করে ওই মেঘনা গ্রুপের স্বৈরাচার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না আমরা পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন