
পটুয়াখালীতে চীনের অর্থায়নে হাসপাতাল স্থাপনের দাবি
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল বিভাগের সাগরকন্যা
নামে খ্যাত সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে স্থাপনের দাবি উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের প্রস্তাবিত ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি পটুয়াখালীর জেলায় প্রতিষ্ঠা করার জন্য বাউফলের কৃতি সন্তান জাতীয় নাগরিক পাটির (এনসিপির ) কেন্দ্রীয় যুগ্ন সাধারন
সম্পাদক ও সুপ্রিম কোর্টর সহকারি এটর্নী জেনারেল অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন ইতিমধ্যে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সাথে আলোচনা করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর বাউফলসহ পটুয়াখালীর ৮ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের বর্তমান সরকারের
প্রতি জোড় দাবি জানিয়েছেন।বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামন বাচ্চু বলেন,বাংলাদেশের দক্ষিনে সর্ব শেষ জেলা
হচ্ছে পটুয়াখালী জেলা। এই জেলাটি উপকূলীয় জেলা হিসেবে দেশে পরিচিত। পটুয়াখালী জেলায় প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক। তারা কঠিন ও জটিল কোন রোগে আক্রান্ত হলে
টাকা খরচ করে ঢাকা বা দেশের অন্য এলকায় যেয়ে ভালো চিকিৎসা নিতে পারে না। টাকার অভাবে পাশবর্তী
দেশ ভারতে যেয়েও উন্নত চিকিৎসা নিতে পারে না। এছাড়াও কুয়াকাটা সাগরপাড়ে দৈনিক দেশের
বিভিন্ন এলাকা থেকে হাজার,হাজার পর্যটক আসেন এমনকি বিদেশরীও ভীড় জমান। জেলায় রয়েছে সেনাবাহিনী ক্যানটেনমেন্ট,নৌবাহিনীর ঘাাটি,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । আমি দক্ষিন গরীব জনগোষ্ঠীর উন্নতমানের স্বাস্থ্য সেবার জন্য চীনের প্রস্তাবিত হাসপাতালের
একটি পটুয়াখালী জেলায় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।বাউফল উপজেলা বিএনপি সদস্য সচিব আপলে মাহমুদ ফিরোজ বলেন,চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল পটুয়াখালীর জেলায় স্থাপন হলে তা হলে দেশের বাহিরের ভূটান,নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা
পড়াশোনা করতে আসবে। এবং চিকিৎসা সেবা নিতে আসবে।