ডার্ক মোড
Sunday, 27 April 2025
ePaper   
Logo
নৌ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি গ্রেফতার

নৌ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি গ্রেফতার

 

 
চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারী- রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এনিয়ে পাঁচ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
শুক্রবার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 
শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির। 
 
গ্রেপ্তার আসামির নাম মধু মিয়া (৩২)। তিনি ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বাসিন্দা। 
 
পুলিশ জানায়, চিলমারী মডেল থানায় মামলা নং-০২(০২)২৫ ধারা-৩৯৫/৩৯৭পেনাল কোড
১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দিতে প্রাপ্ত আসামি মধু মিয়া কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 
 
চিলমারী নৌপুলিশ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির জানান, নৌ ডাকাতির মামলায় জবানবন্দি প্রাপ্ত আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে আগে, চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। এরপ্রেক্ষিতে মধু মিয়া সহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।   
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন