ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
নৌকার মনোনয়ন প্রত্যাশায় ২ দিনে ফরম নিলেন ৪০ জন

নৌকার মনোনয়ন প্রত্যাশায় ২ দিনে ফরম নিলেন ৪০ জন

নিজস্ব প্রতিনিধি

জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দ্বিতীয় দিনে আরও ১৯ জন ফরম সংগ্রহ করেছেন। প্রথম দিনে ঢাকা-১৪ আসনে ছয়জন, সিলেট-৩ আসনে সাতজন এবং কুমিল্লা-৫ আসনে আটজনসহ মোট ২১ ফরম সংগ্রহ করেছিলেন। দুই দিনে মোট ৪০ জন ফরম সংগ্রহ করলেন।

 

শনিবার (৫ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

দ্বিতীয় দিনে ঢাকা-১৪ আসনে নৌকা প্রত্যাশীদের মধ্যে ফরম সংগ্রহ করেছেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য শাজাহান দেওয়ান, বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান; স্বেচ্ছাসেবক লীগের সাবেক কর্মী খন্দকার শফিউল আজম, শিরিন রুখসানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিনা মালেক।


সিলেট-৩ আসনে মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন- সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আব্দুল শহীদ কাজল।

কুমিল্লা- ৫ আসনের ফরম নিয়েছেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোহম্মদ শাজালাল সদস্য, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য আনিসুর রহমান, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ মতিন, কুমিল্লা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ জাহের।


১ম দিনে ঢাকা-১৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ফরম সংগ্রহ করেছেন শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ কর্মী আরিফ আহমেদ চৌধুরী, দারুস সালাম থাকানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক, মো, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনাম।

সিলেট-৩ আসনের জন্য ফরম তোলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য শামীম ইকবাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ হাজী মো. সাইফুল আলম, বাংলাদেশে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপ-কমিটির সদস্য এম সাদরুল আহমেদ খান এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা চৌধুরী।

কুমিল্লা-৫ আসনের প্রার্থিতার জন্য ফরম সংগ্রহ করেছেন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হেলেনা জাহাঙ্গীর, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, সদ্য প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সহধর্মিনী সেলিম সোবহান খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সোহরাব খান চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর খান চৌধুরী এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ছালেক (সেলিম রেজা সৌরভ)।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন