
নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
নীলফামারী সংবাদদাতা
"শ্রমিক মালিক ঐক্য গড়ে, গড়বো দেশ নতুন করে" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। পরে সকাল সাড়ে আটটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন আলী, জেলা বিএনপি'র সভাপতি এ.কে.এম. আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ডা: খায়রুল আনাম, সেক্রেটারী আনতাজুল ইসলাম, সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়েরুজ্জামান।
এদিকে একইদিনে জেলা কর্মজীবী কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মজীবী কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য ওবায়দুল্লাহ সালাফি, অধ্যাপক ছাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াত নায়েবে আমির কামারুজ্জামান, সেক্রেটারী মোয়াম্মার আল হাসান প্রমুখ।