ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
নারায়ণগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. শাকিল মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই ও ছোট বাবু ওরফে বাবু (৫৬) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বাবু হত্যার ঘটনায় মিলন নামে একজনকে গ্রেপ্তার করেছে ।

জানা গেছে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে শাকিল মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে

পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পকেট থেকে একটি মোবাইল ফোন পায়। সেই মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় সনাক্ত করে ও তার স্বজনদের খোঁজ পায় ।

এরআগে বুধবার রাত ৯টার দিকে মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয় শাকিল। এদিকে ছিনতাইকৃত ইজিবাইকটির চার্জ সফুরিয়ে যাওয়ায় জেলার সদর থানার আইইটি স্কুলের সামনে রেখে ইজিবাইকটি ফেলে চলে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ইজিবাইকের মালিক সেটি তার জিম্মায় নিয়ে যায়।

নিহত মো. শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানাধিন মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। অপরদিকে, বুধবার সন্ধ্যায় শহরের নলুয়াপাড়া এলাকার একটি কক্ষে বসে মাদক সেবন করে ও আড্ডা দেয় নিহত বাবু ও গ্রেপ্তারকৃত মিলন। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দেয়।

এ সময় নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর করে ও ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সময় অভিযুক্ত মিলন কৌশলে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে। নিহত ছোট বাবু ওরফে বাবু নলুয়াপাড়া এলাকার বাসিন্দা ও একটি থাই দোকানে কাজ করত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন ও সদর থানার ওসি নাসির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন