ডার্ক মোড
Wednesday, 16 April 2025
ePaper   
Logo
নাটোরে বাংলা নববর্ষ পালিত

নাটোরে বাংলা নববর্ষ পালিত

নাটোর প্রতিনিধি
নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপি বাংলা নববর্ষ পালিত হয় । এ উপলক্ষে রবিবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে
এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙ্গালীয়ানা সংস্কৃতিতে সু সজ্জিত হয়ে সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি
মহারাজা স্কুল চত্বর থেকে থেকে বের হয়ে নাটোর রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয় । এ ছাড়াও দিন ব্যাপী গ্রামীন মেলা ও গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। মুক্তমঞ্চের অনুষ্ঠানে বাংলাদেশ শিশু
একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীসহ স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পিরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। শিশু একাডেমী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। সরকারি গণগ্রন্থাগার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার
ও সনদ প্রদান করে। গ্রামীণ মেলায় বিভিন্ন সামগ্রী ছাড়াও ২২টি ষ্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিক্রয় করেন। নাটোর
জেলা বিএনপি বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন