নাগেশ্বরীতে ধুসর বালুচরে ভুট্টা চাষের সম্ভাবনা বেরেই চলছে
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়নপুরের চরাঞ্চল ধুসর বালু চরে ব্যাপক হারে ভুট্টার চাষ বেরেই চলছে। নারায়নপুরের চর জুরে এবার গাড় সবুজ ভুট্টার মাঠ জানান দিচ্ছে এর অস্তিত্ব। চার পাশের মাঠগুলো একই রকম সবুজের সমারোহ। ভুট্টার মাঠে কথা হলো আব্দুল আলিমের সাথে, আবাদ কেমন হবে জানতে চাইলে বলেন এবারই প্রথম নিজের উদ্দ্যোগে ৩একর জমিতে ভুট্টার চাষ শুরু করছি আশা করি বাম্পার ফলন হবে। ভাল ফলন হলে বিঘার ২০মন ভুট্টা ঘরে আসে। এলাকার অধিকাংশ কৃষক জানায় কৃষি অফিসের সহযোগিতা পেলে আরো বেশি চাষ ও ফলন হবে বলে বিশ্বাস। ফলন ভালো এবং বেশি হওয়ার ব্যাপারে তিনি জানান যথা সময়ে সার তেল এবং কিটনাশকের সহজ প্রাপ্তি। দুর্গম চরাঞ্চল হিসাবে বিদ্যুৎ সংযোগ না থাকায় একমাত্র সেল মেশিন আর চরা মূল্যের ডিজেল তাদের ভরসা। সময়মত নিজের সামান্য পুজি দিয়ে তেল সার ও টিএসপি পটাশ সহ কীটনাশক কিনে রাখেন ঘরে যাতে ফসলের সমস্যা না হয়। নিজের উদ্দ্যোগে বর্গা সহ ৩ একর জমিতে ভুট্টার চাষ করে নিজেকে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আব্দুল হালিম। একই অবস্থা জানা গেছে নারায়নপুরের আনোয়ার হোসেন সহ আরো অনেকের কাছ থেকে। উপজেলা কৃষি অফিস সহ সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকটি বিভাগই কৃষকের দ্বারে দ্বারে প্রয়োজনীয় উপকরণ তুলে দিয়ে খোজ খবর নিলেও নারায়নপুরের আব্দুল হালিম জানায় তাদের ভুট্টা চাষের ফসলী জমি অফিস থেকে কোন ধরনের প্রনোদোনা বা বীজ সার দেয়া হয় নাই। চাষী ভাইয়েরা শঙ্কা করছেন দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার অভাব থাকায় মৌসুম শেষে ফসলের বেচা কেনার বিষয়টি নিয়ে চিন্তিত। ভুট্ট্রার গাছ জালানী হিসাবে ব্যবহার হয়। দেশের বিভিন্ন খাতে ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারনে নায্য মুল্য পেতেও তাদের ভিতরে শঙ্কা রয়েছে। জমিতে পানি সেচের জন্য ডিজেল চালিত সেল মেশিন ও বিদ্যুৎ না থাকার কারনে চরা মূল্যে সোলার প্যানেলের মটর চালিত পাম্প দিয়ে সেচ দেওয়া হয়, এতে তাদের খরচের হার একটু বেশি। নারায়নপুরের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুজ্জোহার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নতুন এসেছি, এ বছর নারায়নপুরে ভুট্টা চাষে কোন সহায়তা প্রদান করা হয়নি। তিনি আরও বলেন গত বছর নারায়নপুরে ৫০-৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল, এ বছর ৯০-১শত হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আবহওায়া ভাল থাকলে ভুট্টার ভালো ফলন হবে বলে আশা করছি।