
নাঃগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি একই দিনে ৩টি লাশ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। জেলায় একের পর এক ঘটছে অঘটন। ফলে জনমনে আতংক বিরাজ করছে। গতকাল শণিবার (১২ এপ্রিল) একই দিনে জেলার সোনারগাও এবং রূপগঞ্জ উপজেলা থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো : সোনারগাঁয়ের সিরাজুল (৭০), রূপগঞ্জের দেলোয়ার (৩০) ও অঞ্জাত নবজাতক।
সোনারগাঁ উপজেলায় সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপ থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে গত ৬ এপ্রিল বিকেলে তিনি নিখোঁজ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদী হয়ে ৭ এপ্রিল সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, সিরাজুল ইসলাম গত ৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোপের মধ্যে মরদেহটি পড়ে ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করছি ঘটনাস্থলেই স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেননি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না
অপরদিকে, রূপগঞ্জে একদিকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এ সময় মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। অপরদিকে অপর ঘটনায় উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেলেও নবজাতকটির পরিচয় শনাক্ত করা যায়নি। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি প্লটের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন।কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের পুত্র দেলোয়ার বলে জানা গেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী , স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে গেছে।
ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে এই যুবকের নাম দেলোয়ার।নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতের মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।পরদিকে একই দিনের শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুরে ডেমরা কালীগঞ্জ সড়কের খৈশার এলাকায় পরিত্যক্ত ভিটি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায়ও ওসি লিয়াকত আলী বলেন, মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাতের যেকোনো সময় যে কেউ নবজাতকের মরদেহটি এখানে ফেলে রেখে গেছে বরেও ধারনা করা হচ্ছে।