ডার্ক মোড
Wednesday, 04 December 2024
ePaper   
Logo
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১৫ বছর পর্যন্ত কর সুবিধা

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১৫ বছর পর্যন্ত কর সুবিধা

নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে সব কোম্পানিকে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন এর মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিকে ১৫ বছরের জন্য শর্ত সাপেক্ষে এই অব্যাহতি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

নবায়নযোগ্য জ্বালানি বলতে জলবিদ্যুৎ, বায়ু ও সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রকে বোঝানো হয়েছে। এর আগে গত অক্টোবরে ১০ বছরের জন্য ওই কর অব্যাহতি সুবিধা দেওয়া হলেও এবারে তা বৃদ্ধি করে ১৫ বছর করা হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী সব ব্যক্তির বা কোম্পানির নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে শুরু হবে, সেসব কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন শুরু হতে প্রথম ১০ বছর পর্যন্ত (প্রথম থেকে ১০ বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরের ৩ বছর অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্তের মধ্যে রয়েছে-আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে এবং প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে এবং পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিগুলো পরিচালিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই থেকে এই অব্যাহতি সুবিধা কার্যকর হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন