ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
নকলা হাসপাতালে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নকলা হাসপাতালে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা হাসপাতালে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার পরে স্বাস্থ্য সহকারীদের মাঝে ইপিআই কর্মসূচির ব্যাগ প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওয়ালি উল্লাহ প্রমুখ।

সমন্বয় সভার পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলার ২৭ টি পুরাতন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারীদের কাজের সুবিধার্থে তাদের হাতে একটি করে ইপিআই সহায়ক ব্যাগ তুলে দেওয়া হয়।

এসময় এমটিইপিআই মো. আব্দুর রহিম, এইচআই রফিকুল ইসলাম, এসআই হাসান ফেরদৌস আলমসহ নকলা হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসকগন ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা হাসপাতালের আওতায় সকল স্বাস্থ্য সহকারীগণ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন