
দোহারে মানসিক প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মালিকান্দা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারী ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী ঐ নারী সুতারপাড়া হলের বাজারে কাজ করতেন বলে জানান তার পরিবার। তবে এ ঘটনায় ধর্ষকের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে সরেজমিনে মালিকান্দা এলাকায় ভূক্তভোগীর বাড়িতে গিয়ে জানা যায়, বিগত প্রায় এক বছর ধরে হলের বাজারের বেশ কয়েকটি দোকানে পানি সরবরাহের কাজ করতেন প্রতিবন্ধী নারীটি। হঠাৎ তার অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হলে তার মা ঘটনাটি সবাইকে জানালে হলের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পরিবারটিকে সকল সহায়তার কথা জানানো হয়।
অসহায় প্রতিবন্ধীর ধর্ষণকারীর বিচারের দাবি জানান ভূক্তভোগী ঐ নারীর মা ফরিদা বেগম। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছোট ছেলে বোনের এমন খবর শুনে একা একাই ঘরের ভেতর কান্নাকাটি করে। এসময় তিনি অপরাধীর শাস্তি কামনা করেন।
এবিষয়ে হলের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ মোল্লা বলেন, আমরা ভূক্তভোগীসহ তার পরিবারকে ডেকে কয়েকদিন আগে কথা বলেছি। মেয়েটি সঠিকভাবে কারো নাম বলতে না পারায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। তবে এই সন্তান জন্মের সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এরপর যাদের সন্দেহ হয় তাদের ডিএনএ পরীক্ষা করে দেখা হবে। তিনি আরও বলেন ঐ নারীর চিকিৎসা খরচ বাজার কমিটি বহন করবে।
দোহার উপজেলা সমাজসেবা অফিসার ফখরুল আশরাফ বলেন, ভূক্তভোগী পরিবারের বাড়িতে আমরা অফিস থেকে লোক পাঠাবো আগামী রোববার । তাকে প্রতিবন্ধী ভাতা প্রদানে সহায়তা করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের পাশে থাকবে উপজেলা সামাজসেবা অফিস।
এদিকে ঘটনা বিষয়ে দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, এবিষয়ে ভুক্তভোগীর কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন