ডার্ক মোড
Monday, 25 November 2024
ePaper   
Logo
দোহারে প্রতিবন্ধী নারীকে বখাটের মারধর, বাচাঁতে গেলে প্রতিবেশীর উপর হামলা

দোহারে প্রতিবন্ধী নারীকে বখাটের মারধর, বাচাঁতে গেলে প্রতিবেশীর উপর হামলা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভানু বেগম(৪০) নামে এক প্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার দানেছ ও তার স্ত্রীর বিরুদ্ধে। আহত ভানু বেগম ঐ এলাকার শেখ আদু’র মেয়ে। মারধরের সময় প্রতিবন্ধী নারীটিকে বাচাঁতে আসলে শেখ মোকসেদ(৫০) নামে এক ব্যক্তিকেও মারধর করে আহত করা হয়।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুরের শেখ মোকসেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে ও দোহার থানার অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাস্তা ঝাড়ু দেয়া নিয়ে প্রতিবন্ধী ভানুকে প্রথমে বকাঝকা ও পরে মারধর করেন দানেছ ও তার স্ত্রী রোজিনা। এ সময়ে ভানুর চিৎকারে স্থানীয় মুকসেদ বাচাতেঁ এগিয়ে আসলে তার উপর ক্ষিপ্ত হউন দানেছ ও তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা। মোকসেদ পরদিন শনিবার ভোরে মৈনট ঘাট এলাকায় দোকান খুললে গেলে গতকালের ঘটনাকে কেন্দ্র করে দানেছের ছেলে সবুজ ও তার সহযোগী শরীফুল মিলে মুকসেদকে কাঠের ডাল দিয়ে পিটিয়ে জখম করেন। পরে দোকানের ক্যাশ ব্যাক্সে থাকা ১১৫০০/ টাকা ছিনিয়ে নিয়ে দ্রæত সড়ে পড়েন। এ ঘটনায় আহত মোকসেদ চিকিৎসা শেষে চর-মাহমুদপুর পুলিশ ফাড়িঁতে লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিতে আহত প্রতিবন্ধী নারী ভানুর বাড়িতে গেলে প্রতিবেদকের নিকট বাবা শেখ আদু অভিযোগ করে বলেন, রাস্তার পুরো জায়গাই আমাদের জমি। তারপরও ওই রাস্তা দিয়ে হাটতে গেলে তারা বিভিন্ন অজুহাতে ঝগড়া ও গালিগালাজ করে সর্বদা। ঘটনার দিন আমার প্রতিবন্ধী মেয়েটা বাড়ির সামনে রাস্তাটা সকালে ঝাড়ু দিতে গিয়েছিলো।এ সময়ে ওরা আমার প্রতিবন্ধী মাইয়াডারে ধইরা মারছে। আমি এর বিচার চাই।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত দানেছ ও শরীফুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান দানেছের ছেলে সবুজ বখাটে প্রকৃতির। হামলার পর থেকে বাড়ির সবাই গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি প্রথমে শুনতে পেরে আমি ঘটনাস্থলে যাই। পরে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় অভিযান চলমান রয়েছে।
দোহার,ঢাকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন